Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই বছর বন্ধ থাকার পর আবার চালু হল বিদ্যালয়টি

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের ‘সৈয়দ শাহ শামচ্ছুদ্দিন (রা:) আইডিয়াল শিশু স্কুলটি দুই বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অভিষেক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তামজিদ রিবানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সৈয়দপুর শামছিয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সৈয়দ হুসাইন আহমদ, বর্তমান অধ্যক্ষ লোকমান উদ্দিন।
সভায় মুঠোফোনের মাধ্যমে যুক্তরাজ্য থেকে দ্যা লাইট ইউ,কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ হেলাল আহমদ স্বাগত বক্তব্য রাখেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এলাকাবাসীদের উদ্যোগে একমাত্র ইংলিশ মিডিয়াম হিসেবে এ স্কুলটি ১৯৮১ সালে স্থাপিত। হঠাৎ করে বিদ্যালয়টি নানা সমস্যায় জড়িত হয়ে প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় প্রবাসিদের সংগঠন দ্যা লাইট ইউ-কের উদ্যোগে আবারও বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা চেয়েছেন বক্তারা।

পরে দ্যা লাইট ইউ,কে পক্ষ থেকে বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাইয়ুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন স্কুলটি বন্ধ থাকার পর অবশেষে এলাকার প্রবাসিদের টাকায় ফের বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে।

Exit mobile version