Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই মাস পর আবারো ভোট উৎসব

বিশেষ প্রতিনিধি::
নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচন ঘোষণা হওয়ায় পৌরবাসীর মধ্যে আবারো উদ্দিপনা দেখা দিয়েছে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় নাগরিকদের মধ্যে অন্যরকম আগ্রহ রয়েছে।
বুধবার নির্বাচন কমিশন ঘোষিত পৌরসভা নির্বাচনে  দ্বিতীয়দফার তালিকায় ইভিএম পদ্ধতিতে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। এর আগে ১০ অক্টোবর পৌর মেয়রের মৃত্যু জনিত কারনে মেয়র পদে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌরবাসী ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়  সূত্র জানায়, ২০১৫ সালে সর্বশেষ জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের ১১ জানুয়ারী  মেয়র আবদুল মনাফ মৃত্যু বরণ করলে ফেরুয়ারি মাসে জগন্নাথপুর পৌরসভার উপ নির্বাচনসহ তফশিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী  ২৯ মার্চ ভোটগ্রহনের সিদ্ধান্ত হয়। ২৭ ফেব্রুয়ারী মনোময়ন পত্র দাখিল ৮ মার্চ প্রত্যাহারের দিন ধার্য করা হলে চারজন প্রার্থী মনোনয়ন জমা দিয়ে প্রচারণায় নামেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমেদ (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন (জগ) বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিবুল বারী (মোবাইল ফোন)।
নির্বাচনের সকল প্রস্তুতির পর ২১ মার্চ বৈশ্বিক মহামারী  করেনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশনার পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন স্থগিত ঘোষনা করে। পরে ২১ সেপ্টেম্বর মেয়র পদে উপ নির্বাচন ১০ অক্টোবর  ঘোষণা করা হলে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া বিজয়ী হন। ২ নভেম্বর শপথ গ্রহণ করে ৩ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন।
জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরাম আহ্বায়ক নুরুল হক জানান,দুই মাসের ব্যবধানে আবারো পৌর নির্বাচন ঘোষিত হওয়ায় পৌরবাসীর মধ্যে উদ্দিপনা শুরু হয়েছে। বিশেষ করে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ায় তরুণ ভোটারদের আগ্রহ বেশী।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান,মেয়াদপূর্তিতে ১৬ জানুয়ারি ৬১ পৌর সভার সাথে জগন্নাথপুর পৌরসভার নির্বাচন হবে। এর আগে ১০ অক্টোবর মেয়রের শুন্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
Exit mobile version