Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই ষ্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে উত্তেজনা,পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরশহরে দুই স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে যাত্রী উঠানো নিয়ে উত্তেজনা দেখা দেয়। পুলিশ খবর দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতিতে নিয়ন্ত্রনে নিতে সক্ষম হয়।
শ্রমিকরা জানান, আজ শনিবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে অটোরিকশা-লেগুনা স্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মোড়ের টমটম (ইজিবাইক) স্ট্যান্ডের গাড়িতে যাত্রী উঠানো নিয়ে অটোরিকশা ষ্ট্যান্ডের এক শ্রমিকের সঙ্গে কথাকাটাকাটি হয়।
এরই জের ধরে টমটম ষ্ট্যান্ডের শ্রমিকরা নলজুর নদীর সেতুর খাদ্যগুদাম এলাকায় অটোরিকশা ষ্ট্যান্ডে হানা দেয়। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিকরা খাদ্য গুদাম এলাকায় অবস্থায় নিলে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশনা জগনন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান হাবিব পিপিএম এর নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে। দুই পক্ষের শ্রমিকদের নিয়ে থানায় আমরা বসবো।

Exit mobile version