Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই সিএনজি চালক গ্রুপের মধ্যে উত্তেজনা অব্যাহত

আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুরে দুই সিএনজি চালক গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনায় দু’পক্ষ থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে। দু’পক্ষের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। আবারও উভয়পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটতে পারে। এরির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এলাকার গন্যমান্য ব্যক্তিদের পক্ষে ও পরিবহন নেতারা বিষয়টি আপোষে নিস্পত্তি করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলা সদরের গুদামের ব্রিজ সিএনজি স্টেশন থেকে চালক রুবেল মিয়া শুক্রবার রানীগঞ্জ বাজারে যাত্রী নিয়ে যান। রাস্তায় যাত্রী উঠানো নিয়ে রানীগঞ্জ সিএনজি স্টেশনের চালকরা রুবেল মিয়া কে রানীগঞ্জ বাজারের তাদের অফিসে নিয়ে মারধর করে। পরে রুবেল মিয়া জগন্নাথপুরে এসে জগন্নাথপুর সিএনজি স্টেশনের চালকদের বিষয়টি ওই ষ্টেশনের চালকরা উত্তেজিত হয়ে জগন্নাথপুর হ্যালিপ্যাড সংলগ্ন রানীগঞ্জ সিএনজি স্টেশনে গিয়ে হামলা চালিয়ে কমপক্ষে ২০টি সিএনজি, লেগুনা ভাংচুর করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক রাজা মিয়া, এনাম মিয়া, সুজন, সুহেল শাহনুর ,জুয়েল,রুখন, , শাহআলমসহ উভয়পক্ষের কমপক্ষে১৫জন আহত হন। ঘটনা নিস্পত্তি করতে এগিয়ে এলে জগন্নাথপুর লাইটেস শ্রমিক সমিতির সভাপতি মঈন উদ্দিন আহত হন। এসময় শাকিল মিয়ার কম্পিউটারের দোকানসহ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়।
পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে ঘটনাস্থল থেকে জগন্নাথপুর গুদামের সিএনজি ম্যানেজার মশাহিদ মিয়াকে আটক করে। পরে পরিবহন শ্রমিকদেও হস্তক্ষেপে তাকে ছেড়ে দেয়া হয়।
জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এঘটনায় দায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version