Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষে এক মহিলাসহ ৫ জন আহত

স্টাফ রিপোর্টার:::: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নয়াগাঁও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নয়াগাঁও গ্রামের ছুরুক মিয়া ও কদর মিয়ার মধ্যে কুশিয়ারা নদী পাড়াপাড়ের সময় কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেল চারটায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে রুশনা বেগম(৪০),আলাল মিয়া(৪০),রাজিয়া বেগম(৪৫),সুজন মিয়া(২৫),ফজল মিয়া(২৬)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয় ইউপি সদস্য বজলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Exit mobile version