Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুর্গোৎসব, মহাসপ্তমী পূজা উদযাপিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৪০টি পূজা মন্ডপ শারদীয় দুর্গোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ শনিবার মহাসপ্তমী পূজা উদযাপিত হয়েছে। পৌর শহরের বাসুদেব বাড়িতে আনন্দ উদযাপন পরিষদের আয়োজনে ব্যতিক্রমী পূজা মন্ডপ দর্শনার্থীদের নজর কাড়ছে। বিশাল পুকুরে মন্ডপ তৈরি করে ব্যতিক্রমী পূজার আয়োজন দর্শনার্থীদের নজর কাড়ছে। সপ্তমী দিনে মন্ডপে বিভিন্ন আয়োজনের পাশাপাশি  ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন ছিল।
 এছাড়াও প্রতিটি পূজা মণ্ডপে ধর্মীয় অনুষ্ঠানাদি ছিল লক্ষনীয়। কাল রোববার মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হবে।
 জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী জানান,জগন্নাথপুর উপজেলার ৪০টি পূজামন্ডপে শারদীয় দুর্গা উৎসবের মহা সপ্তমী পূজা ব্যপক উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সপ্তমী পূজা উদযাপিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম জানান,জগন্নাথপুরের প্রতিটি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব শান্তিতে উদযাপিত হচ্ছে। পূজা মন্ডপগুলোতে নিরাপত্তার পাশাপাশি আমাদের নজরদারি রয়েছে।
Exit mobile version