Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দূর্ধর্ষ ডাকাতি-১৭ লাখ টাকার মালামাল লুট, গৃহকর্তাসহ ৩ জন আহত

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে বাসিন্দা ব্যবসায়ী ছমির উদ্দিনের বাসায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা ছমির উদ্দিনসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, পৌর এলাকার হবিবনগর এলাকার বাসিন্দা জগন্নাথপুর বাজারের একতা অটো রাইস মিল এর মালিক ছমির উদ্দিন প্রতিদিনের মতো রাতে খাওয়া ধাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীররাতে অস্ত্রধারী ১০/১২ জনের মুখোশধারী একদল ডাকাত দুইতলা বাসার নীচতলার ঢুকে ছমির উদ্দিনের ভাগ্নি ঘুমন্ত কলেজ ছাত্রী তামিলা আক্তারের গলার চেইন জোর পূর্বক ছিনিয়ে নেয়। এসময় তামিলা চিৎকার দিলে অস্ত্রধারী ডাকাতদল অস্ত্রেরমুখে পরিবারের সবাইকে জিন্মি করে দুই তলাভবনে গিয়ে ছমির উদ্দিনের কক্ষে ঢুকে ভাংচুর ও মারধর চালায়। এসময় ছমির উদ্দিন ও তার স্ত্রী মেয়েকে মারধর করে হাত পা বেঁধে ষ্টীল আলমারির চাবি চাইলে জীবন বাঁচাতে পরিবারের লোকজন ডাকাতদের হাতে চাবি তুলে দেন। পরে ডাকাতদল নগদ ১০ লাখ টাকা, ১৫ ভরি স্বর্নালংকারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত হয়েছেন গৃহকর্তা ছমির উদ্দিন(৩৭), তার স্ত্রী বাবলী আক্তার(২৬), শিশু কন্যা সুমাইয়া বেগম(৮)। এর মধ্যে গুরুতর আহত ছমির উদ্দিনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গৃহকর্তা ছমির উদ্দিন জানান, ডাকাতদল অস্ত্রেরমুখে লুটপাটের পাশাপাশি পরিবারের লোকজনকে ব্যাপক মারধর করে। এমন কি তাকে হত্যার করার চেষ্ঠা করে। তার শিশু কন্যা ডাকাতদেরকে তার বাবাকে প্রাণে না মারতে আকুতি মিনতি জানালে ডাকাতরা নগদ টাকা স্বর্নালংকার নিয়ে নিবিঘ্নে চলে যায়। ছমির উদ্দিনর ভাই আমির উদ্দিন জানান,ডাকাতি চলাকালে থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার হাসানকে ঘটনা বললে পুলিশ কোন সহযোগীতা করেনি। থানা সদরে এরকম দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান,পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

Exit mobile version