1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সরকারী ভূমি দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর পৌর এলাকায় দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও সরকারী জায়গা দখলমুক্ত করে পঞ্চায়িতী কবর স্থান ও শ্মাশান ঘাট নির্মানের দাবীতে শেরপুর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মীসুচী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইকড়ছই -চিলাউড়া সড়কের পাশ্বে এ কর্মসূচী পালিত হয়। এতে গ্রামের শতশত জনসাধারন অংশ নেন। পরে গ্রামের লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও বিশ্ব বৈদ্য এর পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন প্রবীন মুরব্বী নিবারণ ঘোষ, পৌর কাউন্সিলর দ্বিপক গোপ, আব্দুল খালিক, নিকুঞ্জ দাস, জহির চৌধুরী, প্রজেশ গোপ, শরীফ উল্লা, মহুদ চৌধুরীূ, শাহিদাবাদ মাদ্রাসার শিক্ষক হাফিজ জাকির হোসেন, নজরুল ইসলাম, মুজিবুর রহমান চৌধুরী দুদু মিয়া, শশী গোপ, ফারুক মিয়া, নুর উদ্দিন, অকিল গোপ, তছক্কন উল্লা, রাজিব চৌধুরী বাবু, ফজলুর রহমান, রজত গোপ, বকুল গোপ, বজলুর রশিদ, হাবিবুর রহমান পাখী মিয়া,গয়াস উদ্দিন, লোকমান খা, জুয়েল মিয়া, কাজী নুর আলী, অরুন গোপ, জাহাঙ্গীর চৌধুরী, বাহার চৌধুরী, ফয়সল মিয়া, নগিন্দ্র বৈধ্য, ফজল মিয়া, নিকুঞ্জ গোপ, বিপুল গোপ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শেরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসি ভূমিখেকো ছমরু মিয়া দীর্ঘদিন ধরে দেবোত্তর সম্পত্তি ও সরকারী জায়গা দখল করে স্থাপনা নির্মান করে উল্টো গ্রামবাসীর নামে অপপ্রচার লিপ্ত রয়েছেন। দ্রুত দখলকৃত ভূমি উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবী জানান। এছাড়া গ্রামের পঞ্চায়িতী কবরস্থান ও শ্মশান ঘাট নির্মানের দাবী করেছেন।

এব্যাপারে যুক্তরাজ্য প্রবাসি ছমরু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আণিত অভিযোগ অস্বীকার করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com