Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দেড়মাস কারাভোগের পর মুক্ত রাসেল বক্স

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক প্রভাকরপুর গ্রামের বাসিন্দা রাসেল বক্স দেড়মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন।
গত ১৫ ডিসেম্বর পুলিশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পোষ্টার ছেঁড়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে সুনাগঞ্জ কারাগারে প্রেরণ করে।
গত সোমবার সুনামগঞ্জ আদালতে তার জামিন আবেদন করা হলেও আদালত জামিন মঞ্জুর করেন। যার প্রেক্ষিতে বিকেলে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কারাগার ফটকে রাসেল বক্সকে ফুলের মালা দিয়ে বরন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম কামরুল ও জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল কাদির সোহাগ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জেলা যুবদলের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাশিম ডালিম, পাটলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রদল নেতা গালিব হাসান ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version