Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে পুলিশী অভিযান

পবিত্র রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় 
দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে জগন্নাথপুর থানা পুলিশ বাজার মনিটরিং করেছে।
রোববার জগন্নাথপুর পৌরশহরের সদরের জগন্নাথপুর বাজার সবজিবাজারসহ বিভিন্ন মিত্যপ্রয়োনীয় জিনিসপত্রের দোকানঘর পরিদর্শন করে মূল্য যাচাই বাচাই করেন জগন্নাথপুর থানার ওসি  ইফতেখার উদ্দিন চৌধুরীসহ একদল পুলিশ।
এ সময় জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস,এসআই কবির উদ্দিন, এসআই আফছার আহমদ, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সহসভাপতি  ব্যবসায়ী আমিনুল ইসলামসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
 ব্যবসায়ী নেতা  আমিনুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসকে ধীরে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী দ্রব্যমূ্ল্যের দাম বৃদ্ধি করে ক্রেতাদের নিকট অতিরিক্ত হাতিয়ে নিচ্ছে। বাজার নিয়ন্ত্রন রাখতে প্রশাসনের নিয়মিত তদারকি রাখার জন্য তিনি আহবান জানান।
জগন্নাথপুর থানার ওসি ইফতেখার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়োন্টিফোর ডটকমকে 
 বলেন, বাজার স্থিতিশীল রাখতে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।
Exit mobile version