Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ধান কাটল ছাত্রলীগ ও যুবলীগ

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরের মইয়ার হাওরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ রুহেলের নেতৃত্বে ২০ থেকে ২২ জন ছাত্রলীগ নেতাকর্মী উপজেলার মইয়ার হাওরের হবিবনগর এলাকায় দরিদ্র কৃষক আলী হোসেনের দেড় কেদার এবং আরেক কৃষক ফারুক মিয়ার দেড় কেদার জমির পাকা ধান কেটে দিয়েছেন।
অপরদিকে পৌর যুবলীগের সৈয়দ জিতু মিয়ার নেতৃত্বে একই হাওরে কৃষক সিরাজ মিয়া ও শহীন মিয়ার পাকা বোরো ধান কেটে দিয়েছেন পৌর যুবলীগের নেতাকর্মীরা।
মইয়ার হাওরের কৃষক সিরাজ মিয়া, শহীন মিয়া, হোসেন আলী ও ফারুক মিয়া জানান, শ্রমিক সংকটের কারণে ক্ষেতের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা। আজ স্বেচ্ছাশ্রমে জমির ফসল কাটা হয়েছে। এতে খুশি কৃষকরা।
পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া বলেন, শ্রমিক সংকটের জন্য আমাদের কৃষকরা হাওরের পাকা ফসল নিয়ে বিপাকে আছেন। তাদের পাশে দাঁড়াতে আমরা ২০ জন পৌর যুবলীগের নেতাকর্মী দরিদ্র দুই কৃষকের তিন কেদার জমির পাকা ফসল কেটে দিয়েছি।
জগন্নাধপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম বলেন, একদিকে কনোনাভাইরাসের ভয়, অন্যদের শ্রমিক সংকট। এর মধ্যে আগাম বন্যার শঙ্কায় হাওরের পাকা ফসল নিয়ে দিশেহারা কৃষকরা।
তিনি বলেন, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় দরিদ্র কৃষকদের তিন কেদার জমির পাকা ফসল কেটে দিয়েছি। এতে কৃষক যেমন আনন্দিত হলেন, তেমনি আমরাও তৃপ্তি পেয়েছি কৃষকের পাশে দাঁড়াতে পেরে।
জগন্নাথপুর উপজেলার কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুদদার বলেন, জগন্নাথপুরের প্রতিটি হাওরে এখন ধান কাটার ধুম পড়েছে। শ্রমিক সংকট এড়াতে প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ কর্মহীন মানুষ এবং স্থানীয় শ্রমিকরা ধান কাটছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে। এবার জগন্নাথপুরে ২০ হাজার ৫শ হেক্টর বোরো ফসল আবাদ করা হয়েছে।

Exit mobile version