Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ধান চাল সংগ্রহ কমিটির সভায় বেশী কৃষকের ধান কেনার সুযোগের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ধান চাল সংগ্রহ উপজেলা কমিটির এক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয়। উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী, মৎস্য কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান,প্রাণিসম্পদ কমকর্তা খালেদ সাইফুল্লাহ প্রমুখ জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ধীরাজ নন্দী চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী  প্রথমে একজন কৃষকের কাছ থেকে এক কার্ডে জন প্রতি ১০ মণ করে ধান কেনা হয়। পরে এ সিদ্ধান্তের পরিবর্তন হয়ে জনপ্রতি ৩ মেট্রিকটন (৭৫ মণ) ধান কেনার সিদ্ধান্ত হয়। এখন বেশী কৃষকদের সুবিধা দিতে আবার  জনপ্রতি ২৫ মণ ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। ৩১ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহ চলবে।

Exit mobile version