Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নতুনের আবাহনে বর্ষবরনের মঙ্গল শোভা যাত্রা

স্টাফ রিপোর্টার:::: সকল অশুভ অমঙ্গলের গ্লানিকে বিতাড়ন করে নতুনের আবাহনে জগন্নাথপুর উপজেলায় শোভাযাত্রার পদচারণায় মুখর। বৃহস্পতিবার ১৪২৩ বঙ্গাব্দের প্রথম দিন পহেলা বৈশাখের দিনটিকে বরণ করে নিতে সকাল থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এ মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, স্কুল- কলেজের ছাত্রছাত্রী ও জগন্নাথপুর আর্টস্কুলসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সকল শ্রেণী-পেশার মানুষ। জগন্নাথপুর পৌর শহরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সব শ্রেনী পেশার মানুষ বাংলা নববর্ষের এ দিনে সকল বেদাবেদ ভুলে একাকার হয়ে গেছে আনন্দ আয়োজনে। জগন্নাথপুর উপজেলা সদরের ৬ নং ওয়ার্ডবাসীর আয়োজনে শহীদ মিনারে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরদিকে ৫ নং ওয়ার্ডে স্বরূপ চন্দ্র সরকারি উ্চ্চ বিদ্যালয় মাঠে চলছে তালতলা ইয়াংস্টারের আয়োজনে রাধারমণ ব্যন্ডদলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীরা বাংলা নববর্ষ উপলক্ষে হালখাতার আয়োজন করেছেন। চলছে মিষ্টি খাওয়ার ধূম। উপজেলা লেডিস ক্লাব আয়োজন করেছে পান্তা ইলিশের ভোজ উৎসব। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের তরুণরা জগন্নাথপুরের প্রধান সড়কে র্যালি, গাড়িতে মাইক বাজিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রা গান-বাজনা করে তৃপ্তি পাচ্ছে সকল শ্রেনী পেশার মানুষ। নত

Exit mobile version