Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নতুন আক্রান্ত দুইজন হোম আইসোলেশনে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে নতুন আক্রান্ত দুইজন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

আজ শুক্রবার ( ৩ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজন কে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনার পাশাপাশি আশপাশের লোকজনকে কে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেছেন।

আক্রান্তরা হলেন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী একজন স্বাস্হ্যকর্মী। এবং অপরজন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর ঈশানকোনা গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার ( ২ জুলাই) রাতে সিলেটের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এসব তথ্যের সত্যাতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন শনাক্ত দুইজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তিনি জানান, জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ৯১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেলে ৬১ জন।

Exit mobile version