Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নতুন ঘর পেলেন ১৪৮টি পরিবার

স্টাফ রিপোর্টার ::
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার”
এ প্রতিপাদ্য সামনে রেখে  বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিকল্পনামন্ত্রী স্থানীয় সংসদ সদস্য এম এ মান্নানের প্রচেষ্ঠায় আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন “যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে প্রথম পর্যায়ে ১৪৮টি পরিবারের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
শনিবার পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ওই সব ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে দরিদ্র পরিবারের মধ্যে হস্তান্তর করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হারুনুর রশীদ, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথম পর্যায়ে জগন্নাথপুরের বিভিন্ন গ্রামের   ১৪৮জন দরিদ্র পরিবারকে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। আরো ৫০টি ঘর অচিরেই হস্তান্তর করা হবে।
Exit mobile version