Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নদীর বালি উত্তোলন করে দেদারছে বিক্রি চলছে

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়াররা নদী থেকে অবাধে বালি উত্তোলন করে দেদারছে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার এবিষয়ে এলাকাবাসির পক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নিকট লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয় এলাকাবাসি ও অভিযোগ পত্রের সুত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আলামপুর গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা সুমন মিয়া বালিশ্রী কুশিয়াররা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে বিক্রি করছেন। স্থানীয়রা বালি উত্তোলনে বাঁধা দিলেও প্রভাব কাটিয়ে যুবলীগ নেতা বালি উত্তোলন করছেন।

স্থানীয় ইমামুল হাসান জানান, গত ৪দিন ধরে যুবলীগ নেতা নদী থেকে বালি তুলে বিক্রি করছেন। আমরা প্রতিবাদ করলেও তিনি শুনেনি। বিষয়টি আমরা লিখিতভাবে প্রশাসনকে অবহিত করেছি।
তবে অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা সুমন মিয়া বলেন, মালিকাধীন জমি থেকে মাটি উত্তোলন করে একটি সরকারি সড়কের কাজে ব্যবহৃত হচ্ছে। কোন নদী থেকে বালি উত্তোলন করা হয়নি।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version