Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নবাগত ইউএনও’র সঙ্গে বাকবিশিসের সৌজন্য সাক্ষাত

জগন্নাথপুরে নবাগত ইউএনও’র সাথে বাকবিশিসের শুভেচ্ছা বিনিময়

কামরুল হাসান মাহি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জগন্নাথপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

বাকবিশিস উপজেলা সভাপতি মাহমুদ সুলতানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মর্কতা মাহ্ফুজ আলম মাসুম।

তিনি তার বক্তব্যে বলেন, আমি একজন শিক্ষক ছিলাম তাই শিক্ষকদের প্রতি অন্যরকম ভালোবাসা সবসময় কাজ করে। সমাজকে শিক্ষা ও সংস্কৃতিতে এগিয়ে নিতে আপনাদের সাহায্য ও সহযোগিতা চাই। তাছাড়া, এ উপজেলায় বাল্য বিবাহ রোধ করতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে আহবান জানান তিনি।
এতে আরো বক্তব্য রাখেন, বাকবিশিস এর সহ-সভাপতি নিয়াজ আহমেদ ভূঁইয়া, অধ্যক্ষ আলী আকবর হোসেন, সৈয়দ আয়েশ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রানা, শিক্ষক জামাল উদ্দিন।
পরে নবাগত এই কর্মর্কতাকে বাকবিশিসের পক্ষ থেকে সংর্বধনা সরূপ ক্রেস্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সম্পাদক মির্জা আমিনুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মমতাজ নাসরীন, সদস্য আবু খালেদ। শিক্ষক জুয়েল মিয়া, মাও জয়নাল আবেদীন, মিজান আহমদ, জয়নাল আবেদীন, সারজিমা বেগম, সুরুজ্জামান, ইমরান আলী, আহসান হাবীব, সুহেল আহমেদ, মোখলেসুর রহমান প্রমুখ।

Exit mobile version