Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নারী ইউ.পি সদস্যকে ধর্ষনের চেষ্ঠা ও শিক্ষকের বাড়িতে হামলা ঘটনায় মামলা ৩ জন জেল হাজতে

স্টাফ রিপোর্টস ::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামে সংরক্ষিত ইউনিয়ন পরিষদ ( ইউ.পি ) সদস্যকে ধর্ষনের চেষ্ঠা ও স্কুলশিক্ষকের বাড়িতে হামলা, ভাংচুরের ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা হয়েছে। গত শুক্রবার রাতে শিক্ষক ফররুখ আহমদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ ঘটনায় আটক চারজনের মধ্যে তিন জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে

শনিবার সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে। হারুন মিয়া নামে একজনকে ঘটনায় সম্পৃক্ত না থাকায় ছেড়ে দেয়া হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বেরী গ্রামের দবির মিয়া,আবুল খয়ের ও ফখরুল মিয়া।
শিক্ষক ফররুখ আহমদ বলেন,আমার বাড়িতে হামলা,ভাংচুর, লুটপাট ও সংরক্ষিত নারী ইউ.পি সদস্যকে ধর্ষনের চেষ্ঠায় জড়িত ছয় জনকে আসামি করে মামলা দায়ের করেছি। মামলার তিন আসামিকে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার পরির্দশক তদন্ত আশরাফুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ইউ.পি সদস্যর শ্লীলতাহানি ও শিক্ষকের বাড়িতে হামলার ঘটনায় শিক্ষক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নারী ইউ.পি সদস্য ওই মামলায় স্বাক্ষী হয়েছেন। দুটি ঘটনার বর্ণনা মামলার এজাহারে উল্লেখ রয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল থেকে আটককৃত চারজনের মধ্যে একজনের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। অপর তিন জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের বেরী গ্রামের দবির মিয়া নারী ইউ.পি সদস্যকে ধর্ষনের চেষ্ঠ্াও একই গ্রামের বাসিন্দা উপজেলা সদরের কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমদ এর বাড়িতে হামলা,ভাংচুর ও লুটপাট চালায়। এঘটনায় শুক্রবার পুলিশ তদন্তে গিয়ে ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার তিন জনকে জেল হাজতে পাঠানো হয়।

Exit mobile version