Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন, ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় জগন্নাথপুর উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ইউপি  চেয়ারম্যান আব্দুল হাসিম, মাহবুবুল হক শেরীন, তৈয়ব মিয়া কামালি, শহিদুল ইসলাম রানা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর,
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ম মশাহিদ, নারী কর্মী চাঁদনী বেগম প্রমুখ।
সভায় অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী রোজিনা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে শিবলী বেগম, সফল জননী নাহার বেগম,  নির্যাতের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করে সফলতা অর্জনে রুজিনা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাশেদা বেগমকে জয়িতা হিসেবে নির্বাচিত করা হয়। পরে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। এরপূর্বে উপজেলা সদরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version