Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নারী বান্ধব ইউনিয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালায় নারী জনপ্রতিনিধিরা তাদের বঞ্চনার কথা তুলে ধরলেন

স্টাফ রিপোর্টার – ইউনিয়ন পরিষদ গর্ভন্স্যাস প্রজেষ্ট (ইউপিজিপি) স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নারী বান্ধব ইউপি পরিকল্পনা ও বাজেট বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়। কর্মশালায় নারী জনপ্রতিনিধিরা পুরুষ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তাদের নানা বঞ্চনার কথা তুলে ধরলেন। এসময় পুরুষ জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যানরা তাদের কথা তুলে ধরেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস,এম হাকিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলকলিয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান,আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ব্যবসায়ী নেতা আফসর উদ্দিন ভূঁইয়া, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, ইউপি সদস্য আম্বিয়ার বেগম, সালমা বেগম, সৈয়দা শিউলী আক্তার, রাজিয়া বেগম, আফিয়া খানম, ফেরদৌসী বেগম তানিয়া, আমিরুননেচ্ছা, শাফিয়া বেগম, স্বপ্না রায়, এনজিও কর্মী লায়না বেগম, বণিক সমিতির সভাপতি আবদার মিয়া প্রমুখ। সভায় বক্তারা নারী পুরুষের সমতা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা ও পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা পুরুষ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উন্নয়ন কর্মকান্ডে তাদেরকে বঞ্চিত করার অভিযোগ তুলে ধরেন।

Exit mobile version