Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নাসারি স্কুলের নবীন বরণ ও অভিভাবক সমাবেশে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলতে শিক্ষক অভিভাবকদের এগিয়ে আসতে হবে-ইউএনও

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর নার্সারী স্কুলের উদ্যোগে মঙ্গলবার নবীন বরণ ও অভিভাবক সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের অধ্যক্ষ বিনয় কুমার সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি রানী শীলের পরিচালনায় অভিভাবক সভাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর আট স্কুলের অধ্যক্ষ প্রনব বনিক, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, অভিভাবক সদস্য আব্দুল জব্বার। অন্যান্যার মধ্যে বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষিকা নার্গিস হোসেন, অভিভাবক মাহবুবুর রহমান, আজহারুল হক শিশু, সুলতানা জাহান মিলি প্রমুখ। এর পর্বে ষ্ট্যান্ডার্ট ফোর ও ষ্ট্যার্ন্ডাট ফাইভ’র নতুন শিক্ষার্থীদের রজনীগন্ধার ষ্ট্রিক দিয়ে বরণ করা হয়।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন ষ্ট্র্যান্ডার্ট টু- এর ছাত্রী মোছাঃ সাদিয়া জাহান। গীতাপাঠ করেন মৌমিতা সাহা। অনুষ্টান শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ বদর উদ্দিন আলামীন।
প্রধান অতিথির বক্তেব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসুচী হাতে নিয়েছে। আজকের শিশুরা আগামীদিনের ভবিষৎ, শিশুদের কে সুশিক্ষিত করে গড়ে তোলতে হলে শিক্ষক, অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Exit mobile version