Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নিখোঁজের সাত ঘন্টা পর দুই শিশু সন্তানকে ফিরে পেলেন এক মা

স্টাফ রির্পোটার:; জগন্নাথপুরে নিখোঁজের সাত ঘন্টা পর দুই শিশু সন্তান খোঁজে পেলেন এক মা।

সোমবার এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, জগন্নাথপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুনুর রহমান ভবের বাজার এলাকায় অভিভাবকহীন দুই শিশুকে পেয়ে পৌর কার্য্যালয়ে নিয়ে আসেন। দুই শিশু সম্পর্েেক ভাই বোন। ভাইয়ের আনুমানিক বয়স ৫ বছর ও বোনের ৪ বছর। হারিয়ে যাওয়া শিশু ইমন মিয়া শুধু তার নাম, তার সঙ্গে থাকা ছোট বোন ও বাবার নাম এছাড়া আর কোন কিছু বলতে পারেনি। তার বোনের নাম খাদিজা ও বাবার নাম জয়নাল বলে সে জানায়।

এদিকে হারিয়ে যাওয়া দুই শিশুর পিতামাতার সন্ধানে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে ব্যাপক প্রচারনা চালানো হয়। এক পর্যায়ে সন্তানদের খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে তাদের মা রোজিনা বেগম জগন্নাথপুর পৌর কার্যালয়ে এসে নিখোঁজ দুই সন্তানকে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

হারিয়ে যাওয়া শিশুদের মা রোজিনা বেগম জগন্নাথপুর টুয়েন্টিফোার ডটকম কে বলেন, তার স্বামীর নাম জয়নাল মিয়া। তারা জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তাদের ্রগামের বাড়ি ময়মনসিংহ জেলার বারহাট্রা থানার আরওইল্লা নোয়াপাড়া গ্রামে। তিনি জানান, সকাল ১০টার দিকে ভাইবোন মিলে বাড়ির আঙিনায় খেলা করছি। আমি তখন ঘরের কাজ করছিলাম। কিছুক্ষন পর দেখি দুই শিশু সন্তান নেই। সন্তাননের খোঁজে বেরিয়ে পড়ি। হঠাৎ খবর পেলাম পৌরকার্যালয়ে আমার দুই সন্তান আছে। এখবর পেয়ে আমি তাদের নিতে এসেছি।

জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, হারিয়ে যাওয়া দুই শিশুকে তাদের মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version