Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নৈশপ্রহরী খুনের ঘটনায় মামলা দায়ের গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে নৈশপ্রহরী খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুই জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার কেশবপুর পশ্চিমপাড়া এলাকার মৃত ময়না মিয়ার পুত্র রাজু মিয়া (৩০) ও একই গ্রামের আব্দুর রহিমের পুত্র সুবেদ আলী (২৬)। রোববার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের পর থেকে নিখোঁজ অপর নৈশপ্রহরী ইসহাকের সন্ধান এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহত হিরনের ভাই আনা মিয়া বাদী শনিবার রাতে জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন জগন্নাখপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যাকান্ডের ক্লু এখনো উদঘাঠিত হয়নি। পুলিশ খুনের ঘটনা উদঘাটনে কাজ করছে। তিনি বলেন, ঘটনার পর থেকে নিখোঁজ অপর নৈশপ্রহরীর সন্ধানে পুলিশ চেষ্ঠা চালাচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।
উল্লেখ্য জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার হাসিমাবাদ মৌজার জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসি গয়াছ আলী (আবদুর নুর) এর মালিকানাধীন ফিসারিতে কেশবপুর গ্রামের মৃত হুসমত উল্লার পুত্র হিরন মিয়া নৈশপ্রহরীর কাজে কর্মরত ছিল। শুক্রবার গভীর রাতে দূর্বত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে লাশ ফিসারিতে ফেলে দেয়। এসময় ওই ফিসারিতে পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের ইসহাক আলীসহ আরো কয়েকজন নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকেই ইসহাক আলী কে পাওয়া যাচ্ছে না।

Exit mobile version