Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে নৌকা বাইচ সম্পন্ন: সোনার নৌকা সোনার বৈঠা জিতল বাংলার পবন

সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদি গ্রামবাসির উদ্যোগে গ্রামের উত্তরের হাওরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় জগন্নাথপুরের দুইটি বাহারি নামে দৌড়ের নৌকা অংশ নেয়। নৌকা দুইটি হচ্ছ জগন্নাথপুর উপজেলার শাহারপাড়ার চক তিলক গ্রামের বাংলার পবন ও পাইলগাঁও ইউনিয়নের আলাগদি গ্রামের সোনার বাংলা।

দুপুর থেকে জগন্নাথপুর ও নবীগঞ্জ উপজেলার সিলেটের বিভিন্ন অঞ্চলের শত শত উৎসুক জনতা নৌকা বাইচ দেখতে  আলাগদি গ্রামের হাওরে নৌকা যোগে এসে অবস্থান করেন। বেলা তিনটার দিকে প্রতিযোগিতা শুরু হয়। এতে আলাগদি গ্রামের সোনার বাংলা নৌকাকে হারিয়ে শাহারপাড়া চক তিলক গ্রামের বাংলার পবন প্রতিযোগিতার প্রথম পুরস্কার সোনার নৌকা সোনার বৈঠা জিতে নেয়। রানার্সআপ দলের হিসেবে দ্বিতীয় পুরস্কার রূপার নৌকা রূপার বৈঠা  সোনার বাংলা নৌকার প্রতিযোগিদের প্রদান করা হয়।পুরস্কার বিতরণকালে পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর থানার এসআোই গোলাম সাত্তাহ, সিবলু মজুমদার,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন,  আয়োজক কমিটির ইসলাম উদ্দিন, আব্দুল বাক্কি,আব্দুল বারিক, মাসুম আহমদসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির আব্দুল বারিক  জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আবহবান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আমাদের এলাকাসহ সিলেট অঞ্চলে খুবই জনপ্রিয়। বিশেষ করে প্রবাসীদের নিকট এ প্রতিযোগিতা এখনও প্রিয়। এলাকার জনসাধারনকে আনন্দ নিতে আমরা এই আয়োজন করেছি।

 

Exit mobile version