Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান-সরকার গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে

স্টাফ রিপোর্টার ;পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে। ইতিমধ্যে সরকারের নানা পদক্ষেপে দারিদ্রতার হার কমতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্রমুক্ত বাংলাদেশ বাস্তবায়নের পথে অনেকদূর এগিয়ে গেছি। শহরের সুযোগ সুবিধাগুলো গ্রামে পোঁছে দিয়ে গ্রাম কে শহরে পরিণত করা হচ্ছে। এ সরকার গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করছে। তিনি  আজ  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামবাসী ও বিবিয়ানা মডেল কলেজ  আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিবিয়ানা মডেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি
নারায়ণ চন্দ্র দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হবিগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাওনেওয়াজ মোহাম্মদ মিলাদ গাজী।এলাকাবাসীর পক্ষে ফুল দিয়ে মন্ত্রী কে বরণ করেন সম্পদ দাশ,মেহের আলী আশীস দাস,দিপক দাস,রাসেন্দ দাস,বিনয় দাস প্রমুখ এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার, উপজেলা যুবলীগ সহ সভাপতি সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক বকুল গোপ।

Exit mobile version