1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী-ক্ষমতায় আসতে না পেরে একটি মহল গুজব ছড়াচ্ছে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পরিকল্পনামন্ত্রী-ক্ষমতায় আসতে না পেরে একটি মহল গুজব ছড়াচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৬০৬ Time View
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলছেন সরকারের ভারমূর্তি বিনষ্ট করতে গুজব ছড়ানো হচ্ছে কিছু লোক আছে অন্যায়ভাবে ক্ষমতায় বসতে চায়।তারা আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে যোগ্যতায় বেড়ে উঠতে নানা পেরে নানা গুজব ছড়াচ্ছে। ধর্মীয় উস্কানি, ছেলে ধরা, লবনের গুজব ছড়িয়ে দেশে অস্থতিশীল করতে অপতৎপরতায় লিপ্ত রয়েছে।কিন্ত এদের বিরুদ্ধে দেশের জনগন সজাগ থাকলে তারা ব্যথ হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে নিরলসভাবে কাজ করছে। 

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন খাঁটি বাঙ্গালি। তিনি বাঙালি জাতি কে এগিয়ে নিয়ে যেতে দিন রাত কাজ করছেন। বিশ্বের বুকে মাথা উঁচু করে রাষ্ট্র পরিচালনা করছেন। বর্তমান সরকারের উন্নয়নের মুল মন্ত্র হচ্ছে গ্রামের পিছিয়ে পড়া কম আয়ের খেটে খাওয়া মানুষের কল্যাণে আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছি। । তিনি বলেন,বর্তমান সরকার  শিক্ষা কে সবোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আগামী প্রজন্ম কে আমরা একটি শিক্ষিত বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে গড়ে তুলতে কাজ করছি। তিনি বলেন সারা দেশে উন্নয়নের রব উঠেছে। এসব দেখে ফেসবুকে গুজব রটাচ্ছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানান। আজ  বুধবার বিকেল সাড়ে চারটায়  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ের নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সদস্য আলাউদ্দিন মিয়ার পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,সাবেক যুগ্ম সচিব আব্দুল হাই, সিরাজুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানি, স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ। সভার মন্ত্রীকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি ব্যারিষ্টার এমএ লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব কামালী,উপজেলা আওয়ামী  লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান,প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার,আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজাদ কাবেরী, সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ, আইয়ুব খান, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান, মুনাঈম খান ছাদ, আব্দুস সামাদ রানা মিয়া,সাংগঠনিক সম্পাদক আবু বক্কর খান, উপজেলার যুবলীগের সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম,সাধারণ সম্পাদক শাহ রুয়েল, সহসভাপতি কল্যান কান্তি রায় সানি মুহিবুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক সাব্বির খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রাজু আহমদ,ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবির আহমদ,যুগ্ম আহবায়ক শিম্পু কামালী, ইকবাল খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন মিয়া, সাধারণ সম্পাদক এনায়েল খানসহ বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে মন্ত্রী নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও শংকপুর সড়কে কাজের উদ্বোধন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com