Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পরিত্যক্ত পাঠাগার আবারো চালু হচ্ছে

কামরুল ইসলাম মাহি:: জগন্নাথপুরে দীর্ঘ দিন একটি গণ পাঠাগার বন্ধ থাকার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে আবারো চালু হচ্ছে বলে জানা গেছে। জানা যায়, উপজেলার কলকলিয়া গণ পাঠাগারের নাম পরিবর্তন করে ”শহীদ মুক্তি যোদ্বা গিয়াস উদ্দিন যাদুঘর ও পাঠাগার” নামকরন করা হচ্ছে।
এব্যাপরে কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম জানান, শুক্রবার ১১ আগষ্ট বিকেলে কলকলিয়া গন পাঠাগার পরিদর্শন করেছি।দীর্ঘ দিন বন্ধ ছিল পাঠাগারটি এখন নতুন নামের আবারো চালু হচ্ছে। ইউনিয়নের শ্রীধরপাশা নিবাসী গিয়াস উদ্দিন ৭১ এর রনাঙ্গনে পাকবাহিনীর বিরুদ্ধে সমরযুদ্বে আত্মত্যাগ করেছেন। তাঁর স্মৃতি ধরে রাখার লক্ষ্যে পাঠাগারের বর্তমান নাম পরিবর্তন করে ” শহীদ মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন জাদুঘর ও পাঠাগার” নামকরন করা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্যযে, কলকলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান চেয়ারম্যান থাকাকালীন সময় কলকলিয়া গন পাঠাগার স্থাপিত হয়। মাস দিন খোলা থাকলেও পরে বন্ধ হয়ে যায়।

Exit mobile version