Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পরিবহন ধর্মঘটে যাত্রী দূর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর-সিলেট ও জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। ফলে প্রধান দুইটি সড়কের যাত্রী দূর্ভোগ উঠেছে চরমে।
গতকাল শুক্রবার সকাল থেকে জগন্নাথপুর-সিলেট সড়কে কোনধরনের বাস চলচল করেনি। এছাড়া জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কেও মিনিবাস চলাচল বন্ধ ছিল। কোন ধরনের ঘোষনা ছাড়াই পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের নিয়মিত যাতায়াতকারী যাত্রী আব্দুস সালাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট শহরে জরুরী কাজে যাওযার জন্য বাড়ি থেকে বের জগন্নাথপুর মিনিবাস ষ্ট্যান্ড এসে জানতে পারলাম মিনিবাস চলাচল বন্ধ। পূর্ব ঘোষনাই ছাড়াই হঠাৎ করে শ্রমিকরা ধর্মঘট ডেকে আমাদের মতো শত শত যাত্রীদের ভোগান্তিতে ফেলে দিয়েছেন। নিরুপায় হয়ে অতিরিক্ত ভাড়ায় অটোরিকশা করেই যেতে হবে।
জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশের ন্যায় জগন্নাথপুরেও পরিবহন ধর্মঘট পালন করছি আমরা। যানবাহন ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডাকা হয়েছে।
#

Exit mobile version