Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পারস্পরিক শিখন কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলপি)প্রাতিষ্ঠানিককরণ উপজেলা পর্যায়ের এক কর্মশালা সোমবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে পারস্পারিক শিখন প্রাতিষ্ঠানিককরণ প্রকল্পের আয়োজনে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও এনজিও সংস্থা আইডিয়া ও ওয়াটারএইডের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে
বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছ মিয়া,আইডিয়ার প্রকল্প কর্মকর্তা ওয়াদুদ ফয়সল চৌধুরী, ওয়াটার এইড প্রকল্প কর্মকর্তা মাহফুজুর রহমান ও শায়লা সোলেমান কেয়া, প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাশিম , সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিলু মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জলিল মিয়া,আশারকান্দি ইউনিয়নের বকুল দাস,ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুর
প্রমুখ দিনব্যাপী কর্মশালায় উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন পরিষদের সদস্যগন অংশ নেন। কর্মশালায় ইউনিয়ন পরিষদের বাস্তবায়িত ৫ টি বিশেষ প্রকল্প নির্ধারণ করা হয়।

Exit mobile version