Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পিতার হাতে প্রতিবন্ধী ছেলে হত্যা `প্রতিবন্ধী হয়ে জন্মানোটাই কাল হয়েছে শিশু নাইমের জীবনে’

ফলোআপ:
আজিজুর রহমান আজিজ/ সুফিয়ান আহমদ: জন্মই যার আজন্ম পাপ। এই কথাটিই সত্য হলো প্রতিবন্ধী শিশু নাইমের জীবনে। অভাব অনটন দারিদ্রতা সংসারে প্রতিবন্ধী ছেলে কে নিয়ে সব সময স্বামী স্ত্রীর ঝগড়া। ঘটনার দিনেও স্বামী স্ত্রীর মধ্যে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ঝগড়া হয়। এক ফাঁকে পাষান্ড বাবা বাড়ির পাশের নদীতে ফেলে দিয়ে প্রতিবন্ধী ছেলেকে হত্যা করেন। এর আগেও একবার রেল লাইনে ফেলে দিয়ে প্রতিবন্ধী ছেলেকে হত্যার চেষ্ঠা করেছিলেন সেই পিতা। সে যাত্রা শিশুটি বেঁচে গেলেও এবার আর রক্ষা হয়নি। শেষমেষ নদীতে ফেলে দিয়ে হত্যা করা হয়। মমান্তিক নির্মম ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের নাসিরপুরে গ্রামে । এনিয়ে গত কয়েকদিন ধরে উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ কেউ পুত্র হত্যাকারী পিতাকে পাগল হিসেবে আখ্যায়িত করছেন। পুলিশ অবশ্য ঘাতক পিতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোনা গ্রামের সৈয়দ টুনু মিয়ার ছেলে সৈয়দ আবুল কাশেম ২০১১ সালে মীরপুর ইউনিয়নের নাছিরপুর গ্রামের মৃত শফিক মিয়ার মেয়ে সাহেরা বেগমকে বিয়ে করেন। বিয়ের এক মাস পর আবুল কাশেম সৌদি প্রবাসে চলে যান। ৯মাস সেখানে অবস্থান করে পুনরায় দেশে ফিরে আসেন। সুখী সুন্দর সংসার জীবনে দু-জনকে জড়িয়ে রাখেন। বিধি বাম ২০১২ সালের ২৫ আগষ্ট সংসারকে আলোকিত করে জন্ম নেয় ফুট ফুটে এক পুত্র সন্তান। নাম রাখা হয় সৈয়দ আব্দুল্ল্যাহ আমান নাইম। জন্মের পর থেকেই শিশুটির দুটি পা বিকলাঙ্গ থাকায় আনন্দের হাত ছানির মাঝে নেমে আসে বিষাদের ছায়া। অভিমানে আর ক্ষোভে ফুঁসতে থাকেন জন্মদাতা পিতা আবুর কাশেম। সেই থেকেই আদরের স্ত্রী সাহেরা বেগমকে ঘৃনা করতে শুরু করে। এখান থেকেই শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে কলোহ। নাইমের জন্মদাতা মা সাহেরা বেগম আদরের প্রতিবন্ধী শিশু পুত্রকে নিয়ে সর্বদাই পিত্রালয়ে থেকে পুত্রকে আদরে সোহাগে লালন পালন করছিলেন। এনিয়ে কাশেম- সাহেরা দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকত। অভাবের কারণে এক সময় এ দম্পতি ঢাকার একটি কলোনীতে বসবাস করতেন। সে সময় একবার ছেলেকে হত্যা করতে সেই পাসান্ড পিতা রেল লাইনে ফেলে আসেন।প্রতিবেশীর সহায়তায় সেই যাত্রা শিশুটি বেঁচে গেলে তাকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন মা সাহেরা বেগম। পরে কাশেম মিয়া সৈয়দপুর শাহারপাহাড়া ইউনিয়নের নিজ বাড়িতে না থেকে শম্বুর বাড়িতে আশ্রয় নেয়। প্রতিবন্ধী ছেলেকে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো সোমবার কলহের কারনে পাষন্ড পিতা তার প্রতিবন্ধী পুত্র সৈয়দ আব্দুল্ল্যাহ আমান নাইমকে নদীতে ফেলে দেয়। ঘটনাটি প্রত্যক্ষকরেন স্থানীয় লোকজন।শুরু হয় হৈচৈ দীঘ চার ঘন্টা পরিশ্রম করে স্থানীয় লোকজন শিশুটির লাশ উদ্ধার করেন। নিহত নাইমের মা সাহেরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন,নাইমকে বিছানায় ঘুম পাড়িয়ে বাথরুমে গেলে সবার অগোচরে পাষন্ড স্বামী সৈয়দ আবুল কাশেম আমার বুকের মানিককে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে বাড়ির পাশে মেঘাখালী নদীতে ফেলে দেয়। মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন বলেন, প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সব সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। তাই ছেলেকে পানিতে ফেলে দেয় পাষান্ড পিতা। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে ঘৃনার ঝড় বইছে। তিনি জানান, স্থানীয়রা কেউ কেউ ওই ব্যক্তির মাথায় দোষ আছে বলেও দাবী করছেন। মামলার তদন্তকারী অফিসার জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক রতন দেবনাথ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি হৃদয়বিদারক। আমরা হত্যাকারী ঘাতক পিতা আবুল কাশেমকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করেছি। ওই ব্যক্তি পাগল কীনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Exit mobile version