Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া আসামীর আত্মসমর্পন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া দÐপ্রাপ্ত আসামী আপ্তাব উদ্দিন অবশেষে পুলিশের নিকট আত্মসমর্পন করেছেন।
আজ সোমবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। আসামী ছিনিয়ে নিয়ে পালাতে সহযোগিতার করারঅভিযোগে আটক আওয়ামী লীগ নেতাসহ তিনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালদিকা গ্রামের আলাউদ্দিনের ভাই আপ্তাব উদ্দিন একটি চেক ডিজঅনার মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।
গতকাল রোববার দুপুর ১টার দিকে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও এএসআই শাহিন আহমদের নেতৃত্বে একদল পুলিশ ওই মামলার ওয়ারেন্টের আসামী আপ্তাব উদ্দিনকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় আসামীর ভাই আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে আসামীর স্বজনরা পুলিশের হাত থেকে আসামি আপ্তাব উদ্দিনকে ছিনিয়ে নিলে আসামী পালিয়ে যেথে সক্ষম হয়। পুলিশ এঘটনায় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, তার ছেলে রায়হান আহমদ ও আব্দুল হামিদকে আট করে। রাত ৯টার দিকে পালিয়ে যাওয়া আসামী জগন্নাথপুর থানা পুলিশের নিকট আত্মসমর্পন করলে আটক তিনজনকে পুলিশ ছেড়ে দেয়।

এব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পালিয়ে যাওয়া আসামী আমাদের নিকট ধরা দেয়ায় ৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে। দÐপ্রাপ্ত আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version