Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পুলিশের প্রচারনা,‘গুজব ছড়াবেন না,আইন নিজের হাতে তুলে নিবেন না,

‘গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না, এই প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে সতর্কীকরণ প্রচারণা শুরু হয়েছে।
আজ রোববার জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে এমন প্রচারনা করা হয়। 

পুলিশ জানায়, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গনপিটুনিতে বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কোন প্রকার গুজবে কান না দেয়ার জন্য জনস্বার্থে আমরা মাইকিং করে প্রচারনা শুরু করেছি। তিনি বলেন, গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গনপিটুনি দিয়ে হত্যা করা ফৌজদারী অপরাধ।

Exit mobile version