1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলুমকারীকে দমন করাও ঈমানের দাবি বিদ্যুৎ অফিস স্থানান্তরের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন জগন্নাথপুরবাসী ‌একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: ড.শফিকুর রহমান জগন্নাথপুরে খেলাফত মজলিসের পাইলগাও ইউনিয়ন শাখা পুনর্গঠন সম্পন্ন গোপালগঞ্জে ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল সমাজে অরাজকতা: কোরআন-হাদিসের সতর্কবার্তা জুলাইয়ে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন সিলেট সীমান্ত এলাকায় থেকে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ আমাদের সামনে আরেকটি লড়াই আসছে : নাহিদ ইসলাম সুনামগঞ্জে ২৫-৩০ জন যাত্রী নিয়ে নৌকা ডুবি, বৃদ্ধার মৃত্যু

জগন্নাথপুরে পুলিশ প্রহরায় দু’পক্ষের উল্টো রথযাত্রা পালিত

  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে পুলিশ প্রহরায় দু’পক্ষের উল্টো রথযাত্রা উৎসব শেষ হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শান্তিপূর্ণভাবে দু’পক্ষই দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানাদির মাধ্যমে ফেরা রথ পালন করেছে। এনিয়ে অবশ্য উপজেলা প্রশাসন বুধবার উভয়পক্ষকে নিয়ে সভা করে পৃথক সময়সূচী নির্ধারণ করে দেয়।অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দু’পক্ষের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়। সকাল থেকে জগন্নাথপুর সার্বজনীন রথযাত্রা উৎসব উদযাপন পরিষদ বাসুদেব শ্রীমন্দির প্রাঙ্গনে ধর্মীয় অন্ষ্ঠুানাদি পালন করে মহাপ্রসাদ বিতরণ করে শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ ও বাসুদেব বিগ্রহ নিয়ে দুটি রথ বাসুদেব মন্দির থেকে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরের রথবাড়িতে ঘুরে শ্রী শ্রী জগন্নাথ শ্রীমন্দিরে এসে সমবেত হয়। প্রশাসনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী অপরপক্ষ আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবমৃত সংঘ ইসকনের অঙ্গসহযোগী সংগঠন বাসুদেব নামহট্র সংঘের উদ্যেগে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও বাসুদেব নামহট্র সংঘের সভাপতি মিন্টু রঞ্জন ধর এর পারিবারিকভাবে প্রতিষ্টিত শনিমন্দির থেকে রথ নিয়ে বাসুদেববাড়ি এলাকায় এসে শেষ হয়। বাসুদেববাড়ির বাসিন্দা নামহট্রের সদস্য প্রনব দেবের বাড়িতে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানাদি ও প্রসাদ বিতরণ করা হয়। সার্বজনীন রথযাত্রা উৎসবের নের্তৃত্বে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে, সেক্রেটারী সুধাংশু শেখর রায় বাচ্ছু, ধর্মীয় নেতা প্রনয় কান্তি খোকন সূত্রধর, পিযুষ রায় কালা, পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর লাল দে, বাসুদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার বণিক, উপদেষ্ঠা পরিষদ সদস্য নয়ন রঞ্জন বণিক, বিষ্ণু বণিক, আশীষ দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, সেক্রেটারী হীরা মোহন দেব, কাজল বণিক, প্রদীপ দে, শশী কান্ত গোপ, বিশ্ব পাল প্রমুখ। 012 অপরদিকে আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের সহযোগী সংগঠন বাসুদেব নাম হট্রের উল্টো রথযাত্রায় নের্তৃত্বে ছিলেন বাসুদেব নামহট্র সংঘের সহ-সভাপতি মিল্টন বণিক,সহ-সভাপতি মান্না বণিক, সাধারণ সম্পাদক সুখানন্দ গৌর চন্দ্র দাস, নামহট্র সিলেটের সাবেক সভাপতি বুদ্ধিগৌর দাস, হরে কৃষ্ণ নাম হট্র সংঘ সিলেটের সভাপতি পান্ডব গৌবিন্দ দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক তমাল প্রিয় গৌর দাস, সিলেট মহানগর সভাপতি রমনী কৃষ্ণ দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ধরনী ধারন দাস, খাদিমনগর ইউনিয়ন সভাপতি ধামোদর লীলা দাস, নামহট্র সিলেটের সাবেক যুগ্ম সম্পাদক ব্রজকৃষ্ণ দাস, সুমন্ত মহারাজ প্রমুখ উল্লেখ্য গত ৬ জুলাই রথযাত্রা উপলক্ষে জগন্নাথপুর সার্বজনীন রথযাত্রা উদযাপন পরিষদ ও বাসুদেব নামহট্র সংঘের দু’পক্ষের মধ্যে ইটপাটকেলে নিক্ষেপে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃমুরসালিন সহ উভয়পক্ষের ১০জন আহত হন। এঘটনায় পুলিশ বাদি হয়ে জগন্নাথপুর থানায় সাতজনের নামউল্লেখপূর্বক অজ্ঞাতনামা ১২০ জনের বিরু্দ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরা রথ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দুটি রথযাত্রাকে আমরা নির্ধারিত সময় নিরাপত্তা দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালনে সহযোগীতা করেছি। যে কারণে শান্তিপূর্ণভাবেই ফেরা রথযাত্রা সুষ্ঠভাবে শেষ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com