Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে পোড়ানো হলো জব্দকৃত এক হাজার পিচ কারেন্টজাল

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এক হাজার পিস অবৈধ কারেন্ট জাল জব্দ করে করা হয়েছে। পরে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার নেতৃত্বে একদল পুলিশের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে হাটবাজারে নিষিদ্ধ কারেন্টজাল একশ্রেনীর অসাধু ব্যবসায়ী বিক্রি করে আসছিল। আমরা মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনের আওতায় অভিযান চালিয়ে ওই বাজার থেকে দেড় লাখ টাকার মূল্যের এক হাজার পিচ কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। তবে অসাধু বিক্রেতাদের আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

Exit mobile version