Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় মেম্বারসহ একই পরিবারের ৫ জন আহত

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যের পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়ায় গেছে। এতে ইউপি সদস্য ও মা-বাবাসহ ৫জন্য আহত হয়েছে। তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর
কালনিচর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার আশারকান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উত্তর কালনিচর
গ্রামের বাসিন্দা শওকত আলীর মেম্বারের ক্ষেতের ফসলির চারা একই এলাকার
দুলাল মিয়ার পক্ষের লোকজনের হাঁসগুলো গত বৃহস্পতিবার বিনষ্ট করে। এ তুচ্ছ
বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। যার জের ধরে দুলাল মিয়ার পক্ষের লোকজন সংবদ্ধ হয়ে ইউপি সদস্য শওকতের বাড়িতে হামলা চালায়। এতে
মেম্বার শওকত আলী (৩০), তা^র বাবা আছদ্দর আলী (৬৫), মাতা হাজেরা বেগম
(৫০), বড় ভাই আকবর আলী (৩৫) ও ফুফাত্ব ভাই খালেদ আহমদ (২৭)।

ইউপি সদস্য শওকত আলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রভাবশালী সন্ত্রাসী দুলাল মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন লোকজন অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে দিন দুপুরে আমাদের বাড়িতে
অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাকেসহ আমার মা-বাবা, বড় ভাইসহ ৫ জনকে আহত
করেছে। হামলাকারীরা স্বর্নালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, আমরা সিলেট ওসমানি হাসপাতালে ভর্তি রয়েছি। বিষয়টি আমি পুলিশকে
অবহিত করেছি।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস বলেন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে হামলার বিষয়টি শুনেছি।
লিখিত অভিযোগ পেলে আমরা তদন্তপূর্বক আইনানুত ব্যবস্থা গ্রহন করবো।

Exit mobile version