Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রতিবন্ধির দোকানঘর পোড়ানোর মামলায় গ্রেফতার -১

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শারীরিক প্রতিবন্ধির মুদিদোকান জ্বালানোর মামলায় এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সেলিম মিয়া (৩০)। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাদামপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধি ইউনুছ মিয়ার মুদি দোকানের বাকী পাওনা টাকা চাওয়া নিয়ে একই গ্রামের সেলিমের সঙ্গে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে প্রতিহিংসায় পরায়ন হয়ে গত আগষ্ট মাসে মুদি দোকানে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এতে দোকানের পাশে রাখা সিএনসি গাড়ীসহ দোকানঘর পুড়ে যায়। এ ঘটনায় প্রতিবন্ধি ইউনুছ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ বুধবার বিকেলে সেলিম মিয়াকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে গ্রেফতারকৃত ব্যক্তিকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version