Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রতিমন্ত্রীর প্রচেষ্ঠায় পাঁচ গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদান

স্টাফ রিপোর্টসহ::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ৫টি গ্রামের বিদ্যুতের নতুন লাইনের সংযোগ দেওয়া হয়েছে। গ্রামগুলো হচ্ছে মকবুলাবাদ,রসুলপুর, সুর্বণ নগর, পুরাতন আলাগদী ও বাগময়না তাজপুর। বিতরণী উপলক্ষে বুধবার বিকেলে রসুলপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের যৌথ উদ্যোগে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নানের রাজনৈতিক সচিব আবুল হাসনাত, পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল নবীগঞ্জ অফিসের ডিজি এম, মোঃ আবদুল বারি, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শফিউল আলম হেলাল, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, দক্ষিন সুনামগঞ্জের উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী তহুর আলী, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুন্দর আলী, সাধারন সম্পাদক ছদরুল ইসলাম প্রমুখ।
পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল নবীগঞ্জ অফিসের ডিজি এম, মোঃ আবদুল বারি বলেন, শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রচেষ্ঠায় জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের ৫টি গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া হয়েছে। যেসব গ্রামে বিদ্যুৎ পৌছেনি আমরা পর্যাক্রমে সেইসব এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।

Exit mobile version