Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এম এ মান্নান উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সব ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন। তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে সারাদেশে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে যার ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়ন ধরে রাখতে আগামী নির্বাচনে আপনাদের কাছে আবারো নৌকায় ভোট চাই। তিনি বলেন,আমি দৃঢ আশাবাদি আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আবোরো নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠাবেন। আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে উন্নয়নের চলমান ধারাকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠান ও জুবেদা খাতুন শিক্ষা ট্রাস্ট আসলাম মিয়া ও খয়রুন নেছা শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সিপার মিয়ার দরিদ্র মেধা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।
শাহজালাল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুয়েব আহমদ ও ছাত্রনেতা জিয়াউল হক এর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত নব গোপাল দাস,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান প্রমুখ এর আগে প্রতিমন্ত্রী সৈয়দপুর আর্দশ কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে ৫তলা একাডেমিক ভবন ও এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকালে জগন্নাথপুর উপজেলার জনপ্রতিনিধিদের সাথে উন্নয়নের অভিযাত্রায় জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি।

Exit mobile version