Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এমএ মান্নান-উন্নয়নের অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চাই

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামীলীগ ও নৌকা বাংলাদেশের উন্নয়নের জন্য এক সুতায় গাঁথা। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগ কে আবারো ক্ষমতায় আনতে হবে। তিনি নিজেও আওয়ামীলীগের মনোনয়ন পাবেন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন তাই উন্নয়নের অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট চাই। তিনি বলেন, গত ১০ বছর আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে নির্বাচনী এলাকার উন্নয়নে কতটুকু অবদান রেখেছি তার বিচার আপনাদের ওপর রাখলাম। আপনাদের আমানতের অমর্যাদা না করে থাকলে আবারো আপনারা আমাকে ভোট দিবেন বলে আশা করছি।

তিনি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পাটলী ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিকেলে পাটলী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিরাজুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, অ্যাডভোকেট হোসেন আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুঁইয়া, পাটলী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পাটলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য খালেদ হাসান খালেদ উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। পরে ইউনিয়নের ৯জন প্রতিবন্ধিদের হুইল চেয়ার ও ইউনিয়নের কয়েকটি বিদ্যালয়ে ডাষ্টবিন বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী এম এ মান্নান সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৪ লাখ টাকা ব্যয়ে কেশবপুর- এরালিয়াবাজার সড়ক, ৪৬ লাখ টাকা ব্যায়ে বনগাঁও – রসুলগঞ্জ সড়ক, সাতহাল- কুরিয়াল সড়কে বুকা নদী ওপর ২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে সেতুর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৭ লাখ টাকা ব্যায়ে সংস্কার কাজের উদ্ধোধন এবং ৩ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বনগাঁও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি পাটলী ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে পাটলী ইউনিয়ন পরিষদ মার্কেটের উদ্ধোধন ও ১২ লাখ টাকা ব্যয়ে রসুলগঞ্জ বাজার সড়ক ও সবজি সেট নির্মান কাজের উদ্ধোধন করেন।

Exit mobile version