Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রথমদিনে বুস্টার ডোজ দিলেন ১৮০ জন

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিষেধক বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এই ভ্যাকসিন প্রদানের কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, প্রেসক্লাব সভাপতি শংকর রায়সহ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত ডাক্তার-নার্সসহ বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা ও কর্মচারিরা।
স্বাস্থ্য কেন্দ্রে সুত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কেন্দ্রে প্রতিদিন (শুক্রবার ছাড়া) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বুস্টার ভোজ প্রদান করা হবে। প্রথমদিন ১৮০ জনকে এ ডোজ প্রথম টিকা দেওয়া হয়। এরমধ্যে পুরুষ ১২০ জন ও নারী ৬০জন। পঞ্চার্ধো ব্যক্তিদের বুষ্টার নিতে পারবেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পঞ্চাশোর্ধ যারা পূর্বে ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন তাঁরা বুস্টার ডোজ নিতে পারেন।

Exit mobile version