Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রথমবারের মতো ১৮ নভেম্বর ৬৪ মোহান্তের ভোগরাগ পালিত হবে

স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুরে এই প্রথমবারের মতো বিশ্বশান্তি কল্যাণে গৌর একাত্মতা যজ্ঞযাত্রা উপলক্ষে অন্নকুট মহোৎসব ও ৬৪ মোহান্তের ভোগরাগ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে। গত ৩১অক্টোবর শ্রীশ্রী বাসুদেব জিউর শ্রীমন্দিরে অন্নকুপ মহোৎব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্য দিয়ে পালিত হয়। আগামী ১৮ নভেম্বর ৬৪ মোহান্তের ভোগরাগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিদিন জগন্নাথ জিউর আখড়ায় নানা কর্মসূচী পালিত হচ্ছে। ১৮ নভেম্বর সমাপনী দিনে মঙ্গল আরতি,জপ যজ্ঞ,শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ,৬৪ মোহান্তের ভোগরাগ ও আরতি মহাপ্রসাদ বিতরন কর্মসূচী রয়েছে। অনুষ্ঠানের অন্যতম উদ্যেক্তো পিযুষ রায় কালা সাধু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,গৌর একাত্মতা যজ্ঞযাত্রা সিলেট বিভাগের ভক্তবৃন্তের আয়োজনে জগন্নাথপুরে অন্নকুট ও ৬৪ মোহান্তের ভোগরাগ অনুষ্ঠান প্রথমবারের মতো সনাতন ধর্মালম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীয্যতার সৃষ্টি হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের মিলনমেলার প্রস্তুতি চলছে। আমরা আশা করি সকলের উপস্থিতিতে ৬৪ মোহান্তের ভোগরাগ উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হবে।এতে সকল ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন।

Exit mobile version