Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর কার্যা্লয়ের মহাপরিচালক শেখ ইউসুফ হারুন এর মতবিনিময়

স্টাফ রিপোর্টার::
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা পরিচালক শেখ ইউসুফ হারুন বলেছেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের একটি ভিশন আছে। সেটি হচ্ছে বাংলাদেশকে ২০৪১ সালে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা। এ লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাপানসহ অন্যান্য বিদেশী বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় ঢাকা সিটিতে মেট্রোরেলসহ বড় বড় প্রকল্প হাতে নেয়া হয়েছে। সরকার ১০০টি ইকোনোমিকজোন করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ৪১টি জোনের স্থান নির্ধারণ করা হয়েছে। বর্তমান সরকার যে কর্মসূচীগুলো হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলে প্রায় দুই কোটি লোকের কর্মসংস্থান হবে। এছাড়াও একটি বাড়ি একটি খামার প্রকল্প আজ সারাদেশে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, পৌর মেয়র আব্দুল মনাফ, সহকারী কমিশনার ভূমি বিশ্বজিত কুমার পাল, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান, শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, ওসি মুরসালিন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,্ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মাহবুবুর রহমান,সাংবাদকর্মী আব্দুল হাই, শাহাজাহান মিয়া, আব্দুল ওয়াহিদ,সমাজকর্মী এনামুল হক প্রমুখ।
মতবিনিময়কালে উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে তিনি এসব সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পরে তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের একটি সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক করেন এবং জমি আছে ঘর নেই প্রকল্পের নির্মিত ঘর পরির্দশন করেন।

Exit mobile version