স্টাফ রিপোর্টার::
আমি তরে পিটমু (পিটুনি)/ তোরে আমি পিটাইমু তোর কোন বাপে ফিরাইত পারতনায়/ জিডি ধরাইতেনি গিয়া ধরা।তুই আমার লগে বহুত বেয়াদবি করছিস, পিটা (পিটুনি) তো খাইছস না বেয়াদবের বাচ্চা কিছু দিনের মধ্যে পিটা (পিটুনি) খাইবে। পিটা (পিটুনি) খাইবার লাগি বার চা (অপেক্ষা) কর। এভাবে অকথ্য ভাষায় এক বিএনপি নেতা একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনে হুমকি দেন।এরকম হুমকির বয়েজ রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।
উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার রাজা মিয়া চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে মুঠোফোনে হুমকি ও গালিগালাজ করেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়েজ রেকর্ড ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করেন।
প্রধান শিক্ষক এমদাদুল হক জানান,স্কুলের মাঠে মাটি ভরাটের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি বরাদ্দ দেন। কাজ করতে গেলে ওই বিএনপি নেতা বাঁধা দেন বিষয়টি আমি ইউএনও স্যারকে অবহিত করে প্রশাসনের সহযোগিতায় কাজ করি। টাকা পয়সা খেতে না পেরে এ নিয়ে তিনি আমার ওপর ক্ষুব্ধ। এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলে তাকে কেন আমি রেজাল্ট জানাইনি এনিয়ে ফোন করে গালিগালাজ ও হুমকি দেন। আমি আমার এক শিক্ষককে নিয়ে তাঁর দোকানে গিয়ে দেখা করে বিষয়টি বুঝিয়ে বলতে চাইলে তিনি আমাদের সঙ্গে দুব্যবহার করেন।তার নাতীকে পাঠিয়ে স্কুলে হুমকি দেন। ভয়াবহ অবস্থা আমি ভয়ে আছি। আমি ভয়ভীতির মধ্যে আছি। কি করব ভেবে পাচ্ছি না। চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাক্তার রাজা মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, ওই শিক্ষক বয়েজ রেকর্ড পাঠিয়ে বিষয়টি অবগত করেছেন। আমি তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে পরামর্শ দিয়েছি। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্যাহ জানান, প্রধান শিক্ষককে গালিগালাজের বয়েস রেকর্ডের বিষয়টি আমার নজরে এসেছে। প্রধান শিক্ষক চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন আমরা তাকে সহায়তা করব। এবিষয়ে তাঁর সঙ্গে কথা বলব।