Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রবাসিদের অর্থে ১৬৪ সড়কবাতি, আলোকিত হলো গ্রামীণ জনপদ. খুশি গ্রামবাসি

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে গ্রামটি যেন ভূতুরে জনপদ হয়ে উঠে। ভয়ে ভয়ে চলাফেরা করতে হতো। চুরি-ছিনতাই ও মাদকাসক্তের উৎকাতেরও শঙ্কা। একদিন আগেও এমন অবস্থায় ছিল। এখন সেই ভয়, ডর আর অন্ধকার নেই। কারন আমাদের চেয়ারম্যানও প্রবাসিদের অর্থায়নে দুই গ্রামের সড়কগুলিতে বৈদ্যুতিক বাতি লাগানোর কারণে আলোকিত হয়ে উঠেছে গ্রামীণ জনপদ।
গতকাল রোববার বিকেলে এসব কথা বললেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী
ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিনের অন্ধকার কেটে আলোর আলোয়ে ভরে উঠেছে গ্রাম। এতে করে গ্রামবাসীরা মধ্যে আনন্দের ঝিলিক বইছে।

হামিদপুর গ্রামের হামিদ খাঁন জানান, গ্রামে এখন আলোর ঝলমলে বুঝাই যাচ্ছে না
এটি গ্রাম। এলাকার লোকজন খুবই খুশি। আমরা কৃতজ্ঞ চেয়ারম্যান ও প্রবাসিদের
নিকট। তাঁদের জন্য আমাদের এলাকা আলোকিত হয়ে উঠেছে। তিনি বলেন, গ্রামীণ
যাতায়াতের সকল রাস্তায় বাতি লাগানোর কারণে রাতের সামাজিক অপরাধ কমে যাবে।

স্থানীয় এলাকাবাসি জানান, গতকাল  বিকেলে প্রভাকরপুর ও হামিদপুর গ্রামের কয়েকটি সড়কে বিদ্যুতের ১৬৪টি স্ট্রিট লাইট (সড়কবাতি) এর
কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক। এসময় স্থানীয় ওয়ার্ড মেম্বার ছায়াদুর রহমান, সাবেক মেম্বার আবুল হাসনাত, হারুন মিয়া, এলাকার যুব নেতা ফজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, শিপন মিয়াসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রভাকরপুর ও হামিদপুর গ্রামের লোকজনের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এসব
ষ্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ডের মেম্বার ছায়াদুর রহমান জানান, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক এবং প্রভাকরপুর ও হামিদপুর এই দুই গ্রামের
প্রবাসিদের অর্থায়নে আমাদের ২ নং ওয়ার্ডের প্রতিটি গ্রামীণ যাতায়াত রাস্তা-ঘাটে স্ট্রিট লাইট  লাগানো হয়েছে। ফলে পুরো ওয়ার্ডটি আলোকিত হয়ে উঠেছে। তিনি জানান, এই ওয়ার্ডে ৬ থেকে ৭টি গ্রামীণ সড়ক রয়েছে।

পাটলী ইউনিয়নে পরিষদের চেয়ারাম্যান সিরাজুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আলোকিত ইউনিয়ন গঠনের লক্ষে আমরা কাজ করছি। যার ধারাবাহিকতায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রভাকরপুর ও
হামিদপুর গ্রামের  প্রবাসি ভাইদের গ্রাম উন্নয়নে আহবান জানাই। তাঁরা এ আহবানে সারা দিয়ে তাঁেদর অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ১৬৪টি স্ট্রিট লাইট গ্রামীণ সড়কগুলিতে স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এই ওয়ার্ডের মতো অপর ওয়ার্ডগুলোও অনুরূপভাবে আলোকিত করার প্রচেষ্ঠা থাকবে ইনশাআল্লাহ।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,
এটি সত্যিই একটি মহতি উদ্যোগ। এধরনের কার্যক্রম প্রসংশনীয়। সরকারের পাশাপাশি এলাকার বৃত্তশালীর এলাকার উন্নয়নে এগিয়ে এলে আলোকিত হবে আমাদের
জনপদ।

Exit mobile version