Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রবাসী মজনু আলীর উদ্যাগে প্রতিবন্ধীদের মধ্যে  নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মর্যাদাশীল জাতীতে পরিণত হয়েছে। এ সরকারের আমলে সুবিধা বঞ্চিত মানুষরা সব ধরনের সুবিধা পাচ্ছেন।সরকারের পাশাপাশি অত্র অঞ্চলের প্রবাসীরা ও মানবিক কাজে ভূমিকা রাখছেন যা নিঃসন্দেহে প্রশংসনীয়।  তিনি ইতালি আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক প্রবাসী মজনু আলীর মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এবং এধরণের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

রোববার বিকেলে  জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে সামাজিক সংগঠন  উদ্দীপ্ত সিলেটের আয়োজনে ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  প্রবাসী মজনু আলীর উদ্যাগে ৪০ জন শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে নগদ  অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রথম আলোর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেব এর সভাপতিত্বে ও উদ্দীপ্ত সিলেটের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম মাহীর  সঞ্চালনায়  এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি  আকমল হোসেন, , উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মহানগর আওয়ামীলীগ সদস্য  জুমাদিন আহমেদ, পল্লী ফোরাম চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান,কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ,সহ সভাপতি ছমির  আহমেদ,  শাহজালাল মহা বিদ্যালয়ের প্রভাষক জহিরুল ইসলাম, চ্যানেল টুয়েন্টি ফোর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এ আর জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাব সদস্য এ এস রায়হান,সিলেট জেলা যুবলীগ নেতা আরিফ আহমেদ সুমন,রয় রঞ্জন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সুমন,

মজিদপুর গ্রামের সমাজকর্মী সিরাজ মিয়া , উদ্দীপ্ত সিলেটের সভাপতি আবিদ কাওসার,সিলটিভির স্টাফ রিপোর্টার উদ্দীপ্ত সিলেটের সহ সভাপতি জয়ন্ত কুমার দাশ,সদস্য মারজুম আহমদ রাজ, কাওসারুল ইসলাম,  ইকবাল হোসাইন, কামরুজ্জামান কামরুল, কামাল আহমেদ,অনুরুদ্ধ দাস অনিক, পাবেল হাসান প্রমুখ

সভায় ৪০ জন শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে দুই হাজার টাকা করে ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।পরে অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

Exit mobile version