Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রভুপাদ শ্রীশ্রীকৃষ্ণ চরণ গোস্বামীর আর্বিভাব তিথি পালিত

স্টাফ রিপোর্টার ;;জগন্নাথপুর উপজেলার সুপ্রাচীন দেবস্থান শ্যামহাট আশ্রমে শ্রীশ্রী প্রভুপাদ কৃষ্ণচরণ গোস্বামীর আর্বিভাব তিথি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ উপজেলার পাটলী ইউনিয়নের শ্যামহাট গ্রামে প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামীর প্রতিষ্টিত মন্দিরে তাঁর আর্বিভাব তিথি পালন করা হয়। এবার আর্বিভাব তিথির মুল আকর্ষন ছিলেন প্রভুপাদের বংশধর ভারত থেকে আগত শ্রীশ্রী প্রভুপাদ বিশ্বরুপ গোস্বামী। তিনি তাঁর স্ত্রী মৌমি গোস্বামীসহ স্বপরিবারে উপস্থিত থেকে প্রভুপাদের আর্বিভাব তিথি অনুষ্ঠানকে উৎসবমুখর করে তুলেন। এছাড়াও প্রভুপাদের আর্বিভাব তিথি উপলক্ষে লীলা সংকীর্ত্তন পরিবেশিত হয়। বিশিষ্ট কির্ত্তনীয়া বাবুল চন্দ্র দাস কীর্ত্তণ পরিবেশন করেন। শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন ও সাধারণ সম্পাদক অমিত দেব জানান,ব্যাপক ভক্ত সমাগমের মাধ্যমে প্রভুপাদ শ্রীশ্রী কৃষ্ণচরণ গোস্বামীর আর্বিভাব তিথি প্রভুপাদের বংশধর প্রভুপাদ শ্রীশ্রী বিশ্বরুপ গোস্বামী স্বপরিবারে উপস্থিত থেকে এবার দিনব্যাপী অনুষ্ঠানকে উৎসবমুখর ও প্রান্তবন্ত করে তুলেছেন। প্রভুপাদের আর্ভিবাব তিথি উৎযাপনে সকলের সার্বিক সহযোগীতা ও অংশগ্রহণে কমিটির পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন, শ্যামহাট আশ্রম উন্নয়ন পরিচালনা কমিটির উপদেষ্ঠা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু রঞ্জন দে সিতু, উপদেষ্ঠা কৃপেন্দ্র রঞ্জন দে,দিপন দে, সিতেশ রঞ্জন দে, শ্যামহাট আশ্রম উন্নয়ণ ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি বর্তমান উপদেষ্ঠা জগদীশ দে রানা, উপদেষ্টা নিতাই দে,গোপাল বণিক, খাশিলা আশ্রম কমিটির উপদেষ্ঠা কবিন্দ্র দে, বাসুদেব মন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল দে,শ্যামহাট আশ্রম কমিটির সহ-সভাপতি প্রসুন প্রতীম দে,দ্বিপক কান্তি দে দিপাল, গৌরাঙ্গ চন্দ্র দে পানু, পার্থ দে,কোষাধ্যক্ষ দিপন পাল,সহ সাধারণ সম্পাদক নিশি কান্ত দাস,সাংগঠনিক সম্পাদক রিংকু আদিত্য,দপ্তর সম্পাদক রতিশ রায়,ধর্ম বিষয়ক সম্পাদক ধীরেন্দ্র দাস,সহ- কোষাধ্যক্ষ অধীর পাল, সদস্য রাজন চৌধুরী প্রমুখ। পরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

Exit mobile version