Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রশাসনের উদ‌্যোগে পরিবহন শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক চলছে

সংস্কারহীন জগন্নাথপুরের প্রধান সড়কে পরিবহন ধর্মঘট চলছে।
আজ বুধবার সকাল ৬টা থেকে জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক  শ্রমিক ধর্মঘট শুরু হয়। ফলে জনদুভোর্গ বেড়েছে।
এদিকে সড়কে স্বাভাবিক অবস্থা ফিরে এনে জনভোগান্তি কমাতে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ‌্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের কার্যালয়ে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন। এরিপোর্ট লেখা পর্য়ন্ত বৈঠক চলছে। বৈঠক জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম, জগন্নাথপুর-সিলেট মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিলেট বিভাগীয় শহরে সঙ্গে জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলাবাসির যোগাযোগের একমাত্র প্রধান সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়ক। এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশা বিরাজ করছে। সকড়জুড়ে খানাখন্দ আর বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে প্রায় দিনই ভারী যানবাহন পড়ে আটকে সরাসরি যান চলাচলে বিঘœ ঘটে। সম্প্রতি সংস্কারের দাবিতে সড়ক পরিবহন মালিক-স্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের ঘোষনা দিলে প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের আশ্বাস পেয়ে আধাবেলা পালনের পর কর্মসুচি প্রত্যাহার করা হয়। গত কয়েকদিনে ধরে সড়কে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত ঘটেছে বলে স্রমিকরা জানান।
Exit mobile version