Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড

স্টাফ রিপোর্টার::
প্রশাসনের হস্তক্ষেপে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে একটি বাল্য বিবাহের আয়োজন পন্ড হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ও সহকারী কমিশনার ভূমি অনুপম দাসের হস্তক্ষেপে বিয়ের আয়োজন পন্ড হয়।
এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,
বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরের আবুল কালামের মেয়ে  সাজমিন বেগম(১৬) এর বিয়ে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুরের আব্দুল কাইয়ুমের ছেলে দিলোয়ার মিয়ার সঙ্গে হওয়ার কথা। বিয়ের প্রস্তুতি দেখে স্হানীয় এক ব্যক্তি মুঠোফোনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাল্য বিবাহের আয়োজনের খবর দেন। খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি কে সরেজমিনে গিয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করতে পাঠান ইউএনও। সহকারী কমিশনার ভূমি চলে আসার পর আবারও মুঠোফোনে বাল্য বিবাহের আয়োজন চলছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের শিকার মেয়েও তার মায়ের সঙ্গে কথা বলে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করলে পরিবার বাল্য বিবাহ না দিতে সন্মত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ  বলেন, বাল্য বিহাহের কুফল সম্পর্কে  কনের পরিবার কে বুঝিয়ে বলার পর বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
Exit mobile version