Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যাগে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ( সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা বুধবার উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের পরিচালক যুগ্ম সচিব মো: কুতুব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জের পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোজ্জামেল হক,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামস উদ্দিন, ডাক্তার খায়রুল আলম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মখলিছুর রহমান, ইউএনসিসি উপ পরিচালক শাহিনা আক্তার প্রমুখ।

Exit mobile version