Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষকদের ঈদপূর্নমিলনী সভায় মুক্তাদীর আহমদ মুক্তা -শিক্ষকরা হচ্ছেন সমাজের আলোকিত মানুষ

আজিজুর রহমান:: জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, শিক্ষকরা হচ্ছে সমাজের আলোকিত মানুষ। সমাজের উন্নয়নে তারা নিরলসভাবে কাজ করছেন। জাতি গঠনে তাদের অবদান অবিস্মরনীয়। তিনি বলেন, শিক্ষকদের সন্মান ও অধিকার বাস্তবায়নে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে। সাম্প্রতিক বেতন কাঠামো নিয়ে কিছু অসঙ্গতি রয়েছে যেগুলো অচিরেই সুষ্ঠ সুরাহা হবে বলে তিনি জানান। তিনি শিক্ষার্থীদেরকে শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় উৎসাহ প্রদানের আহ্বান জানান। সোমবার দুপুরে জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঈদ পূর্ণমিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিকের সভাপতিত্বে ও শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমীনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলার শিক্ষক নেতা রমেন্দ্র কুমার গোপ,সুদীপ ভট্রাচার্য্য,ধীরেন্দ্র তালুকদার, বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়, আতহার উদ্দিন, খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমা খাতুন,শিক্ষক আনোয়ার হোসেন, মশাহিদ মিয়া,শাহাজাহান মিয়া, নুরুল হক, জাহেদ হোসেন, সিতেশ কুমার,মহি উদ্দিন প্রমুখ।

Exit mobile version